আজ - বৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১২:৪৬

খুলনায় ইয়াবাসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার : ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় খুলনা মহানগর ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হেলাল খানকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার খুলনা মহানগর ছাত্রলীগের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

খুলনা মহনগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের যৌথ সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেলাল খানকে স্থায়ীভাবে বহিষ্কারর জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত ৮টার দিকে নগরীর বৈকালী পালপাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ হেলাল খানকে গ্রেফতার হয়। রোববার তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।

আরো সংবাদ