আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৯:২৭

খুলনায় ডেঙ্গু জ্বরে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজন মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- মো. মঞ্জুর শেখ (১৫) ও মর্জিনা বেগম (৬৫)। আজ রোববার ভোরে খুলনা মহানগরের বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুর শেখ এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে দিকে মারা যান মর্জিনা বেগম।

মঞ্জুর খুলনার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা গ্রামের মো. বাবুল শেখের ছেলে। মর্জিনা বেগম খুলনার দিঘলিয়া উপজেলার ব্রম্মগাতি গ্রামের ইসরাইল সরদারের স্ত্রী।

মঞ্জুর শেখের মৃত্যুর বিষয়টি গাজী মেডিক্যালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানিয়েছেন। তিনি জানান, মঞ্জুর শেখ গেল শনিবার রাত ১১ টায় ভর্তি হয়েছিল।

স্থানীয় টিএসবি ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, মঞ্জুরকে চিকিৎসার জন্য চেষ্টা করা হলেও তাকে বাঁচানো যায়নি।

অপরদিকে, খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খানজাজাহান আলী 24/7 নিউজ / খুলনা অফিস।

আরো সংবাদ