আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:৪৫

খুলনায় শিশুর লাশ উদ্ধার, মা ও কাকা গ্রেপ্তার

খান জাহান আলী 24/7 নিউজ : খুলনার বটিয়াঘাটায় পাঁচ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে মা ও কাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার শিশুটির কাকাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে এবং মাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

নিহত জশ ম-ল (৫) খুলনার ফুলতলা গ্রামের অমিত কুমার ম-লের ছেলে। অমিত ঢাকার বাড্ডা থানায় পুলিশের এএসআই পদে কর্তব্যরত রয়েছেন।

অমিত শিশু সন্তান জশ এবং স্ত্রী তনুশ্রী ম-লকে নিয়ে ঢাকায় বাস করেন। রাসপূজা উপলক্ষে গত রোববার তনুশ্রী শিশু জশকে নিয়ে গ্রামে বেড়াতে এসেছিলেন।

বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবির জানান, সোমবার সকালে বটিয়াঘাটার ফুলতলা গ্রাম থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
“নিহতের গলায় কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।”

মঙ্গলবার সকালে নিহত শিশুর বাবা অমিত ম-ল বাদী হয়ে তার ভাই অনুপ ম-লকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা করেন।

এরপর জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা এবং কাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে অনুপ ম-ল অভিযোগ করেন, ২০১৫ সালে তার স্ত্রী তনুশ্রী ম-লের শ্লীলতাহানির চেষ্টা করেছিলের তার ভাই।

শিশুটির মা তনুশ্রী ম-লের সঙ্গে অনুপ ম-লের পরকীয়া সম্পর্ক থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে।

বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল দত্ত বলেন, এ ঘটনার পেছনে পরকীয়া সম্পর্ক, পারিবারিক কলহ অথবা তৃতীয় কোনো ব্যক্তি আছে কি-না এসব বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু হয়েছে।

তিনি বলেন, মামলার আসামি অনুপ ম-লকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। শিশুটির মা তনুশ্রী ম-লকেও থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরো সংবাদ