আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:০৫

খুলনা এজতেমা থেকে ৯ চোর আটক।

খুলনার ময়ূর আবাসিক প্রকল্পের মাঠে অনুষ্ঠিত ইজতেমা একেঁচো সুন্দর নয় জনকে আটক করেছে কেএমপি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। কেএমপি সূত্র জানায়, হরিণটানা থানা পুলিশ ময়ূর আবাসিক প্রকল্প এলাকায় অনুষ্ঠিত ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের টাকা পয়সা, মূল্যবান সম্পদ চুরি করার প্রাক্কালে মুসল্লির ছদ্দবেশে আগত সংঘবদ্ধ চোর চক্রের নয়জন সদস্যকে আটক করেছে। এরা হলো মোসলেম মোড়ল (৬১), পিতা-কাউসার মোড়ল, সাং-হোগলাডাঙ্গা, থানা-হরিণটানা, জেলা-খুলনা, ২) নাদিম সরদার (৫৪), পিতা-মৃত: শাহাবুদ্দিন সরদার, সাং-উলুকান্দি পশ্চিমপাড়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, ৩) মোঃ সেলিম ( ৩৫), পিতা-মোঃ আমিনুর হোসেন, সাং-ধাপা ইকদারপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৪) মোঃ শহিদ (৫৫), পিতা-মৃত: খালেক, সাং-চরমঙ্গল, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ৫) নুরুল ইসলাম (৫৫), পিতা-মৃত: বুদাই মোড়ল, সাং-ঘনশ্যামপুর, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ, ৬) মোঃ দুলাল (৫০), পিতা-মৃত: আব্দুল হক, সাং-বাঁশবাড়িয়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী ৭) মোঃ শফিকুল ইসলাম (৪৫), পিতা-মৃত: ইয়াকুব মোল্লা, সাং-শুভদ্রকাটি, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, ৮) মোঃ খোকন (৫৫), পিতা-আলাউদ্দিন মিয়া, সাং-উলুকান্দী পশ্চিমপাড়া, থানা-আড়াই হাজার, জেলা-নারায়ণগঞ্জ, ৯) মোঃ আজিজুল ব্যাপারী (৫৫), পিতা-মৃত: মকবুল ব্যাপারী, সাং-নেহালপুর মিস্ত্রীপাড়া, থানা-রূপসা, জেলা-খুলনা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ