আজ - সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৫

খুসিক নির্বাচনে খালেকের ইস্তেহার

খুলনা সিটি কর্পোরেশন (খুসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রর্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের ইশতেহার।

শাহরিয়ার নাজিম,খুলনা: ” জলাবদ্ধতামুক্ত আধুনিক পরিছন্ন নগর গড়তে এবং সর্বাধিক নাগরিক সুবিধা ও সেবার লক্ষে শান্তির নগরী খুলনা গড়ার প্রত্যয় নিয়ে শুরু হল অভিযাত্রা”

১।সিটি গভর্নমেন্ট ব্যবস্থা চালুক উদ্যোগ।
২।পরিকল্পনা গ্রহনে পরামর্শক কমিটি গঠন।
৩।পানি ও পয়ঃনিষ্কাষন ব্যবস্থার উন্নয়ন।
৪।স্বাস্থ্যসেবার মান উন্নয়ন।
৫ ওয়াসা,কেডিয়ে,রেলওয়ে,টেলিকমিউনিকেশন ও বিদ্যুৎ পরিসেবার উন্নয়ন অব্যহত।
৬।কবরস্থান ও শ্মশান ঘাটের উন্নয়ন।
৭।মাদক মুক্ত নগড় গড়ে তোলা।
৮।নতুন আয়ের উৎস সৃষ্টি।
৮।সিটি সেন্টার গড়ে তোলা।
৯।বিনামূল্যে তথ্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ অর্থাৎ শহরের গুরুত্বপূর্ণ জায়গা ওয়াই ফাই সুবিধা কলেজ বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা দেওয়ার ব্যবস্থা।
১০।গুরুত্ব বিবেচনা করে সড়ক উন্নয়ন।
১১।পার্ক উদ্যান নির্মান ও বনায়ন সৃষ্টি।
১২।সাংস্কৃতিক কর্মকান্ডের উন্নয়ন ও বিকাশ লাভে সচেষ্ট হওয়া।
১৩।মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাগরিকদের নামে রাস্তার নামকরন।
১৪।প্রতিটি ওয়ার্ডে ক্রীড়া উন্নয়ন।
১৫।সোলার পার্ক আধুনিকায়ন।
১৬।বধ্যভূমিতে সৃতি সংরক্ষকণ।
১৭।কেসিসি দুর্নীতি মুক্ত করা।
১৮।ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা।
১৯।শিক্ষা ব্যবস্থার উন্নয়ন।
২০।নারী উন্নয়ন ও তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
২১।সুইমিং পুল স্থাপন।
২২।বয়স্ক ও প্রতিবন্ধী দের সহায়তা প্রদান করা।
২৩।সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা করা
২৪।সৌন্দর্যময় করতে উদ্যোগী হওয়া।
২৫।তিনটি নতুন থানা কে পরিকল্পিত ভাবে গড়ে তোলা।
২৬।আধুনিক কসাই খানা নির্মান।
২৭।কেসিসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
২৮।মহানগরীকে সম্প্রসারণে কাজ করা।
এছাড়া মূল ইশতেহারে আরও সার্বিক ও যৌক্তিক সকল সমস্যা চিহ্নিত করে তার ব্যাখা দেওয়া আছে। (সংক্ষেপিত)

আরো সংবাদ