আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:০৪

” খেলা হবে” – মফিজুল ইসলাম -পিপিএম


বহুদিন পর জনপ্রিয় দুটি দল
খেলার মাঠে হবে মুখোমুখি
সমর্থকরা একে অপরের দিচ্ছে বাঁশ
সোশাল মিডিয়ায় করছে মুখামুখি।।

এতো খেলা নয়, যেন বিশ্বযুদ্ধ
তাইতো ইসলামে করেছে হারাম
খেলার জন্য আত্মহত্যা আর খুনোখুনি
করছে ত্যাগ রাতের বিশ্রাম।।

মাঠের খেলা গড়িয়েছে এখন
রাজনীতির মাঠে “খেলা হবে”
প্রতিযোগিতার নামে লেঙ মারামারি
দুর হবে কবে।।

এসো সচেতন হই, অন্যকে সচেতন করি
বিনোদন সুলভ মানসিকতা গড়ি
খেলাধুলার বিনোদন দিয়ে
সম্প্রীতি আর ভালোবাসা ও সৌহার্দপূর্ণ বিশ্ব গড়ি।।

৯০ মিনিটের খেলার মাঠে
জীবন চিত্র ফুটে উঠে
ঈর্ষা-হিংসা, ভালোবাসা, অভিনয়
সবই যেন একই মাঠে।।

ভালোবাসি ব্রাজিল
ভালোবাসি আর্জেন্টিনা
এসো বিনোদন করি
হয়ে যাই ব্রাজিল্টিনা।

আরো সংবাদ