আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১২

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরো ১১ জনের মৃত্যু

 গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৬৭ জন।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায়, যশোর ও কুষ্টিয়া তিনজনের করে মৃত্যু হয়েছে। আর নড়াইল ও ঝিনাইদহে একজন করে মারা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ২৫ জন, বাগেরহাটে ৫ জন, সাতক্ষীরায় ১২ জন, যশোরে ২৩ জন, নড়াইলে ১০ জন, মাগুরায় ১৭ জন, ঝিনাইদহে ২১ জন, কুষ্টিয়ায় ৪২ জন, চুয়াডাঙ্গায় ৯ জন ও মেহেরপুরে ৩ জনের করোনা শনাক্ত হয়েছেন।

এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ৪৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬২৬ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত