আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৩

গভীর রাতে যশোর সদর হসপিটাল থেকে মাদক সেবী আটক।

যশোর জেনারেল হাসপাতালের ভেতর থেকে শাহিনুর ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে মাদকসহ আটক করেছে হাসপাতাল গার্ড। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।আটক শাহিনুর ইসলাম যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলাপাড়া এলাকার ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া এবং সহিউদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেল গ্যারেজের ভেতর গাঁজা ও ইয়াবা সেবনের সময় শাহিনুরকে আটক করে কর্তব্যরত গার্ডরা। এসময় তার কাছ থেকে ২ পোটলা গাঁজা, ১ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিসোপ্যান ট্যাবলেট, ফয়েল পেপার, একটি হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার, কাঁচি ও কলকেসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে আটককৃত শাহিনুর ইসলামকে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->