আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:০৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত

রংপুর-বগুড়া মহাসড়কের গাইবান্ধা জেলার পলাশবাড়ি  উপজেলার মহেশপুর নামক স্থানে  আজ সকাল ৯টার দিকে এক সড়ক দুর্ঘটনায় ৩ ব্যক্তি নিহত হয়েছে। মৃতরা হলো: পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে তাজু মিয়া (২৫), একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে অটোরিকশা চালক সোহেল মিয়া (৩৫) ও দুলা মিয়ার ছেলে সবুজ মিয়া (২৬) ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস পঞ্চগড় যাওয়ার সময়  ওই উপজেলার মহেশপুরে সময় স্থানে সকাল ৯টার দিকে সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তাজু ও চালক সোহেল মারা যায়। আশংকাজনক অবস্থায় সবুজকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেও মারা যায়। তাজু সবজি নিয়ে সোহেলের অটোরিকশায় করে পলাশবাড়ীর মহেশপুর সবজিহাটে যাচ্ছিল। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান ইসলাম জানান, , নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে  ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ