আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১২

গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

খানজাহান আলী 24/7 নিউজ:  নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশিমপুর সড়কে দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত তিন জনের মধ্যে ২ জনের বাড়ি বড়াইগ্রামের রাজাপুর ও অপরজনের বাড়ি পাবনার ঈশ্বরদীতে।

লালপুর থানার ওসি সেলিম রেজা রবিবার (৬ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।

নিহতরা হলেন, ফয়সাল (২০), সজীব (২১) ও জিহান (২০)।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

ওসি সেলিম রেজা জানান, রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে স্থানীয়রা সকালের হাঁটাহাঁটি করতে গিয়ে দুয়ারিয়া- কাশিমপুর সড়কের পাশে ধানের জমিতে ৩  যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। পাশেই পরেছিল দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। খবর পেয়ে লালপুর থানার একদল পুলিশ সকাল ৬টার দিকে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়েই ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি মধ্যরাতের, কেননা মরদেহগুলো শক্ত হয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত