আজ - শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৭:২৭

গুলি ছুড়ি গরু ব্যবসায়ীর ৭৮ লাখ টাকা লুট।

টাঙ্গাইলের মির্জাপুরে দুর্বৃত্তরা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে কয়েকজন গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় গেড়াই-সখীপুর সড়কের বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন রাজশাহীর বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল এবং একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া।

ব্যবসায়ীরা জানান, উপজেলার কাইতলা গরুর হাট টাঙ্গাইলের অন্যতম বড় হাট। গতকাল শনিবার ছিল সাপ্তাহিক হাটবার। তারা সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যায় প্রাইভেটকারে ফিরছিলেন। পথে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি মাইক্রোতে আসা দুর্বৃত্তরা প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে প্রাইভেটকারের গ্লাস ভেঙে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীদের সঙ্গে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয় এবং খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে মির্জাপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে যান। তারা এ ব্যাপারে গরু ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।

গরু ব্যবসায়ী পিয়ারোল জানান, ছিনতাইকারীরা গুলি ছুড়লে আমরা ভয় পেয়ে যাই। পরে তারা অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে। মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত