আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:৩১

গোপালপুরে মসজিদের ভেতরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের কাচারীপাড়ায় মহল্লাবাসির মধ্যে সংঘর্ষের জের ধরে আইয়ুব আলী (৭০) নামক এক বৃদ্ধ খুন হয়েছেন।

পুলিশ খুনের সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার ওই মহল্লার আইয়ুব আলীর স্বজনদের সঙ্গে সোহেলদের সাথে মারামারি হয়। এতে তিনজন আহত হয়।

পরে সন্ধ্যায় কাচারী পাড়া মসজিদে নামাজ পড়তে গেলে প্রতিপক্ষ সোহেল ও আলাদিনের নেতৃত্বে ৪/৫ জন আইয়ুব আলীকে মসজিদের ভেতর বেদম পেটায়।গুরুতর আহত আইয়ুবকে প্রথমে গোপালপুর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।নিহত আইয়ুব আলীর পুত্র মোজাম্মেল হক জানান, আমার বাবাকে অমানুষিকভাবে পেটানো হয়।

তারপর আমরা চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেই। আজ দুপুরে আমার পিতা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমি পিতা হত্যার বিচার চাই।

সূত্র – দৈনিক নওয়াপাড়া

আরো সংবাদ