আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৪৯

গৌরিঘোনায় একটি পরিবারও গৃহহীন থাকবে না : শাহীন চাকলাদার।

স্টাফ রিপোর্টার।। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী জননেতা শাহীন চাকলাদার বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকারকে উৎখাত করতে ২১শে আগস্ট রচনা করেছিল বিএনপি জামায়াত জোট সরকার। গোপালগঞ্জের কোটালী পাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ৭৬ কেজি ওজনের শক্তিশালী বোমা পুঁতে রাখা হয় (২০ জুলাই, ২০০০)। জনসভা শুরুর আগেই সেটি উদ্ধার হওয়ায় প্রাণে বেঁচে যান নেত্রী সহ অনেক মানুষ। আমি নির্বাচিত হলে গৌরিঘোনা ইউপির একটি রাস্তাও আর কর্দমাক্ত থাকবে না। কোন মানুষ এই ইউনিয়নে গৃহহীন হয়ে থাকবেনা ৷

আজ বৃহস্পতিবার বিকালে কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান নিলু, যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম খয়রাত হোসেন, সহসভাপতি যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, সহসভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিয়ামত উল্লাহ, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত