আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৩২

চট্টগ্রামের অনলাইন সাইটে জুয়া খেলার অপরাধে ০৪ জন জুয়াড়ি আটক

বৃহস্পতিবার (২৫ মে) র‌্যাব-৭, চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ এবং পাহাড়তলী এলাকা হতে অনলাইনে বিভিন্ন সাইটে জুয়া খেলার অপরাধে ০৪ জন জুয়াড়িকে আটক করেন। র‌্যাব-৭ গোপন সংবাদ মাধ্যমে জানতে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ এবং পাহাড়তলী এলাকায় একটি দোকান ও গোডাউনের ভিতরে কতিপয় জুয়ারী অবস্থান করে স্মার্ট মোবাইল ও ল্যাপটপ এর ব্রাউজার থেকে জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলাসহ বিকাশের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার সেনবাগ থানার ঢালুয়া গ্রামের শাহাজান এর ছেলে মোঃ শাহপরান, ফেনী জেলার দাগনভৃয়ার সেকান্তপুরের জাকির হোসেন এর ছেলে মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগরীর বাইবইল্লাধাম এলাকার শামসুল আলম এর ছেলে মোঃ মঈনুল ইসলাম এবং পাহাড়তলী এলাকার আব্দুল মোনাফ এর ছেলে মইনুল ইসলাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীরা অনলাইনে জুয়া খেলাসহ জুয়ার টাকা লেনদেনের কথা অকপটে স্বীকার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনাস্থলে আটককৃত আসামী মোঃ শাহপরান তার নিজ হাতে দেখানো মতে অনলাইন জুয়া খেলা ও ই-ট্রানজেকশন কাজে ব্যবহৃত ০৪টি উন্নতমানের স্মার্ট মোবাইল ফোন, ০১টি ল্যাপটপ, জুয়া খেলার নগদ ১০,০০০/- টাকা এবং আসামীদের ব্যবহৃত মোবাইল হতে ড়হষরহব এ জুয়া খেলার একাউন্টসহ বিভিন্ন লেখা সম্বলিত ১২ পাতা স্ক্রিনশট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ১নং আসামী মোঃ শাহপরান অনলাইন জুয়া খেলার ওয়েবসাইট bet 365 এর “Sorif625” এ্যাকাউন্টস সম্পর্কিত তথ্য, আর্থিক লেনদেনের হিস্ট্রীসহ আরো অন্যান্য লেখা আছে। উক্ত এ্যাকাউন্টসে ভারতীয় ১,১৬৮ রুপি জমা আছে। ২নং আসামী মোঃ জসিম উদ্দিন এর জব্দকৃত মোবাইল ফোনে “Shanaj424”এ্যাকাউন্টসে ভারতীয় ১৬৩ রুপি জমা আছে। ৩নং আসামী মোঃ মঈনুল ইসলাম এর জব্দকৃত মোবাইল ফোন ও ল্যাপটপে “ajad359” ও “mdliakat572” এ্যাকাউন্টসে ভারতীয় ১,৬২৯ রুপি জমা আছে এবং ৪নং আসামী মোঃ আব্দুর রশিদ এর জব্দকৃত মোবাইল ফোনে “mdliakat572” এ্যাকাউন্টসে ভারতীয় ১,০২৯ রুপি জমা আছে।

ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা অনলাইন জুয়া খেলার ওয়েবসাইট bet 365 এর “Sorif625”, “Shanaj424”, “ajad359”, “mdliakat572” ও “mdliakat572” এ্যাকাউন্টসের মাধ্যমে প্রদর্শিত খেলার বাজি পরিচালনা করে গ্রেপ্তারকৃত আসামী একে অপরের সহাতায় বাজির টাকা রুপিতে রূপান্তরিত করে বাজি খেলা পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা তাদের ব্যবহৃত বিভিন্ন বিকাশ নম্বরে জুয়ার টাকা লেনদেন করে থাকে। গ্রেপ্তারকৃত আসামীরা একে অপরের সহাতায় অনলাইন ভিত্তিক bet 365 নামক ওয়েব সাইটের “Sorif625”, “Shanaj424”, “ajad359”, “mdliakat572” ও “mdliakat572” এ্যাকাউন্টসের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করে দেশের প্রভূত আর্থিক ক্ষতি করে আসছে। এই অনলাইন জুয়ার মাধ্যমে বাংলাদেশের টাকা অবৈধ উপায়ে বাইরের দেশে পাচার হয়ে যাচ্ছে বলে প্রতিয়মান হয়। ।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ