আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:০৩

চাঁচড়া চেকপোস্টে ট্রাকের চাকায় ল্যাব এইড ফার্মেসীর কর্মচারী পিষ্ট ।

স্টাফ রিপোর্টার৷। যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুর ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) সকাল ৯টার দিকে এঘটনা ঘটে।

নিহত নূর ইসলাম যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের আব্দুস ছালামের ছেলে এবং ল্যাব এইড হাসপাতালের ফার্মেসিতে চাকুরি করেন।

নিহতের চাচা জীবন খান বলেন, রোববার সকালে নূর ইসলাম অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। চাঁচড়া মোড় পার হওয়ার সময় মোজাহার কোম্পানির ড্রাম ট্রাকে তাকে পিষ্ট করে। ঘটনাস্থল তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সড়কের কাজে নিয়োজিত মোজাহার এন্টারপ্রাইজের ট্রাক বেপরোয়া গতিতে এসে নূর ইসলামের চাপা দেয়। এসময় পুলিশ ও সাধারণ জনতা ট্রাক আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ