আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক ও ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ধানসুরা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন জাহেদুল ইসলাম (২৩), আবদুল মালেক (৪০), রেজাউল করিম (৪৫)। তাঁরা গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের বাসিন্দা। আহত পাঁচজনের নাম জানা যায়নি।বিজ্ঞাপন

নিহত রেজাউল করিমের দুলাভাই আবদুর রাজ্জাক বলেন, চৌডালা থেকে ভটভটিতে করে নাওগাঁর দিকে যাচ্ছিলেন বেশ কয়েকজন যাত্রী। ভটভটিটি ধানসুরা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. শাকিল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনার পর তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অপর পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ