আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:১২

চাঁপাই-রাজশাহী-ঢাকা রুটে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু

সানি রহমান।। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রেলস্টেশন হয়ে ঢাকা রুটে চালু হয়েছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। শুক্রবার বিকেলে (৫ জুন) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ট্রেনটি।

বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
আনুষ্ঠানিকভাবে ট্রেনে আম উঠিয়ে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ এবং সংরক্ষিত মহিলা এমপি ফেরদৌসি ইসলাম জেসি।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, প্রায় হাজার কেজি আম নিয়ে প্রথম দিন ম্যাংগো স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেল। সপ্তাহের সাত দিনই চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৪টায় ছেড়ে যাবে এবং এখান থেকে এক কেজি আমের ভাড়া লাগবে ১ টাকা ৩১ পয়সা।
পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, করোনা পরিস্থিতিতে আমসহ অন্যান্য মালামাল পরিবহনের জন্য চলবে বিশেষ এ ট্রেনটি।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার আগে যে কেউ তাদের মালামাল বুকিং দিতে পারবেন। ট্রেনটিতে মোট ছয়টি ওয়াগন থাকবে। প্রতিটি ওয়াগনে ৪৫ হাজার কেজি আম নেয়া যাবে।


চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে এসে ট্রেনটি আমনরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, সরদহ, আড়ানি ও আব্দুলপুর বাইপাস স্টেশনে থামবে। এসব স্থানে আমসহ পার্সেল পণ্য ট্রেনে তোলা হবে।
টাঙ্গাইল, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, তেজগাঁও ও কমলাপুর স্টেশনে ট্রেনটি থামবে। এই স্থানগুলোতে পণ্যগুলো খালাস করা হবে।


বনলতা ট্রেন চালুর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জের আম ঢাকা নিয়ে যাবার জন্য ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরো সংবাদ