আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:০৬

চিকিৎসাধীন অবস্থায় আহত বুনো আসাদ মারা গেছেন

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেছেন।
আজ সোমবার বেলা ১২টার দিকে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি শহরের বেজপাড়া বনানী রোডে।
আসাদুজ্জামান আসাদের ছোট ভাই সাইদুর রহমান বিষয়টি নিশ্চত করে জানান, গত ৮ অক্টোবর সন্ধ্যারাতে বেজপাড়া সাদেক দারোগার মোড়ে তার ভাইকে ছুরিকাঘাত করে চিহিৃত সন্ত্রাসীরা। তাকে প্রথমে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। আজ সোমবার বেলা ১২টার দিকে তাকে অপারেশন করার সময় তিনি মারা যান। সাইদুর রহমান বলেন, এই ঘটণায় আমি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছিলাম। আসামিরা হলো বেজপাড়া কবরস্থান সড়কের একাধিক মামলার আসামি খাবড়ি হাসান, আকাশ, চঞ্চল ও বিপ্লব।
এব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, আসাদ মারা যাবার খবরটি এখনও জানা নেই ।

উল্লেখ্য, পুলিশ এই মামলার এজাহারভুক্ত আসামি খাবড়ি হাসানকে আটক করেছে। অন্যদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ