আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৫২

চুড়ামনকাটি প্রকাশ্যে নারী নির্যাতন ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেফতার-০৪

 

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ : ইং ১৫/০৩/২০২২ তারিখ সন্ধ্যা রাত অনুমান ১৯.০০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন আব্দুলপুর গ্রামস্থ জনৈক রশিদের মুদি দোকানের সামনে আব্দুলপুর গ্রামের সাহেব আলীর মেয়ে ইতি (২০) সঙ্গীয় সাঈদ হাসান মটরসাইকেল যোগে পৌছাইলে স্থানীয় ইউপি মেম্বার মোঃ আনিচুর সঙ্গীয় ৫/৭ জন বে-আইনীভাবে আটক করে কথ্য ভাষায় গালমন্দ ও কিল ঘুষি মেরে শ্লীলতাহানী ঘটনায়। ঘটনাটি ভিডিও ধারণ করে সোশাল মিডিয়ায় প্রকাশ করলে ইং ১৮/০৩/২০২২ তারিখে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে। নির্যাতিত নারী ইতি খাতুনের পিতা মোঃ সাহেব আলী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৬২ তাং-১৮/০৩/২০২২ ইং ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড রুজু হয়।

সোশাল মিডিয়ায় প্রকাশিত প্রকাশ্য নারী নির্যাতনের ঘটনাটি জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এর দৃষ্টিগোচর হলে দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কোতয়ালী থানা পুলিশসহ ডিবি পুলিশকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এঁর দিক-নির্দেশনায় ওসি কোতয়ালী থানা তাজুল ইসলাম ও ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএমদের সার্বিক তত্ত্বাবধানে কোতয়ালী থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি চৌকশ টিম যৌথভাবে কোতয়ালী থানাধীন চুড়ামনকাটি, আব্দুলপুর সাকিনে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আনিচুর মেম্বারসহ ০৪জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া যায়। আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা :
১। মোঃ আনিচুর মেম্বার (৩৫), পিতা- মোঃ আইয়ুব আলী
২। মোঃ ভুট্টু (২৭), পিতা-নাছের
৩। মোঃ আজিম আলী (৪০), পিতা-আব্বাস আলী
৪। তৌহিদ হাসান(২৭), পিতা-মোঃ জাহাঙ্গীর হাসান, সর্বসাং- আব্দুলপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত