আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:০৯

চুয়াডাঙ্গায় সীমান্তঘেঁষা আরও ১০ গ্রামে লকডাউন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সীমান্তঘেঁষা আরও ১০ গ্রামে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

শনিবার (৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ ঘোষণা দেয়া হয়।

লকডাউন ঘোষিত গ্রামগুলো হলো- দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর, মদনা ইউনিয়নের সুলতানপুর, নাস্তিপুর, ঝাঁঝাঁডাঙ্গা, ছোট বলদিয়া, বড়বলদিয়া, বাড়াদি, কামারপাড়া, চাকুলিয়া, ঠাকুরপুর ও ফুলবাড়ি। এ নিয়ে জেলার সীমান্তঘেঁষা ১৭টি গ্রামে লকডাউন ঘোষণা করা হয়।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহর সভাপতিত্বে জরুরি সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বুধবার (২ জুন) উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী সাতটি গ্রামে লকডাউন ঘোষণা করা হয়।

আরো সংবাদ