আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩৯

চৌগাছায় নিবন্ধনবিহীন ৬০ মোটরসাইকেল জব্দ

যশোরের চৌগাছায় ট্রাফিক পুলিশের অভিযানে নিবন্ধনবিহীন ৬০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ মে) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়, কপোতাক্ষ সেতু মোড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করে যশোর ট্রাফিক পুলিশ।

যশোর ট্রাফিক পুলিশের পরিদর্শক মাসুম হোসেনের নেতৃত্বে ট্রাফিক পুলিশ সদস্যরা এই অভিযানে অংশ নেয়।

পরিদর্শক মাসুম হোসেন বলেন, মোটরসাইকেলের নিবন্ধন না থাকা, চালকের ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং মোটরসাইকেল জব্দ করে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, যাদের মোটরসাইকেলের নিবন্ধন নেই তারা নিবন্ধনের টাকা জমা দিয়ে মামলায় জরিমানার টাকা পরিশোধ করে, অন্যরা জরিমানার টাকা পরিশোধ করে থানা থেকে মোটরসাইকেল ফেরত নিতে পারবেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত