আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৩

চৌগাছায় সাবেক প্রেমিকার অন্তরঙ্গ মুহুর্তের ছবি এফবিতে, মামলা

যশোরের চৌগাছায় অন্তরঙ্গ ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগে প্রেমিক, তার মা, বাবা ও ভাইসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার উপজেলার হাজরাখানা গ্রামের ভুক্তভোগী তরুণী বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য চৌগাছা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলো, একই উপজেলার মাকাপুর গ্রামের খালিদ হাসান , তার বাবা সাহাজ্জেল হোসেন, মা স্ত্রী শিউলি বেগম ও ভাই তারেক হাসান রনি।

বাদী মামলায় উল্লেখ করেন, আসামি খালিদ হাসানের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। তাদের বিয়ে ঠিকঠাক করে দুই পরিবার। এক পর্যায় তারা একসাথে বিভিন্ন জায়গায় চলাফেরা করেন ও অন্তরঙ্গ সময় কাটান। এরমধ্যে অন্য আরেকটি মেয়ের সাথে খালিদ হাসান প্রেম করে অবৈধ ভাবে মেলামেশা করায় গ্রামবাসির হাতে ধরা পড়ে। সেই মেয়েটিকে বিয়ে করতে বাধ্য হন খালিদ। এতে করে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরমাঝে ২০২৩ সালের ৫ জুন বাদীকে ডেকে বলে তার কাছে থাকা কিছু অন্তরঙ্গ ছবি-ভিডিও দেখিয়ে বাদীর কাছ থেকে এক লাখ টাকা দাবি করে খালিদ। বাধ্য হয়ে ওই মেয়ে খালিদকে টাকা দেন। তারপরেও ওই ভিডিও ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিতে থাকেন খালিদ। বিষয়টি খালিদের বাবা, মা ও ভাইকে জানায় বাদীর পরিবার। কিন্তু এতে আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে খালিদ। এরপরে গত ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদী দেখতে পান তার ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়েছে খালিদ। বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->