আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৩

চৌগাছার বৃদ্ধ রেজাউলের দেহ ঝিকরগাছা থেকে উদ্ধার।

যশোরের চৌগাছায় নিখোঁজ হওয়ার দুই দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের রেজাউল ইসলাম (৭৫) গত ৫ আগস্ট শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে চৌগাছা থানায় জিডি করেন। রোববার চৌগাছা থানার সীমান্তবর্তী ঝিকরগাছা থানার ছুটিপুর এলাকার বিষেহরি গ্রামের মাঠ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে ঝিকরগাছা থানার পুলিশ। পরবর্তীতে তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->