আজ - বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৩৭

চৌহাছায় গৃহবধূ রাবিয়া হত্যার মূল আসামী তামিম আটক।

যশোরের চৌগাছায় আলোচিত গৃহবধু চার সন্তানের জননী রাবিয়া বেগম (৪০) হত্যা মামলার প্রধান আসামী তামিম হোসেনকে ৩ দিন পরে আটক করেছেন চৌগাছা থানা পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় চৌগাছা শহরের কাঁচা সবজি বাজার থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে সকালের দিকে চৌগাছা বাজার জামে মসজিদ এলকায় তাকে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। এ সময় জনতা তাকে ধরে হালকা উত্তমমাধ্যম দেন। জনতার হাত থেকে সে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ তাকে মাছ বাজার থেকে আটক করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানায় নেওয়া হয়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, (১০ ডিসেম্বর) চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ী গ্রামের চার সন্তানের জননী রাবিয়া বেগম (৪০) নিখোঁজ হওয়ার দুদিন পর তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রাবিয়া বেগমের স্বামী রবিউল ইসলাম (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাদী হয়ে বাঘারদাড়ী গ্রামের তাজুল ইসলামের ছেলে তামিম হোসেনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতদের নামে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে চৌগাছা শহরের মাছ বাজার থেকে এ মামলার প্রধান আসামী তামিম হোসেনকে আটক করেন পুলিশ।

নিহতের মেয়ে তানজিলা খাতুন (২২) জানান, ঘটনার দিন সন্ধ্যার পর মা ১টি টর্চ লাইট নিয়ে কাজরে কথা বলতে প্রতিবেশী আশিকুর রহমানের বাড়ীতে যায়। এর পর থেকে তিনি আর বাড়ীতে ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন দুপুরে তাজউদ্দীনের বাড়ীর পাশ থেকে মায়ের ব্যবহৃত টর্চ লাইটটি ও জুতা পাওয়া যায়। তার পর থেকে আমরা গ্রামের প্রতিটি বাড়ীতে খোঁজা-খুজির পর নিকটবর্তী আত্মীয়-স্বজনদের বাড়ীতেও খবর নিতে থাকি। এক পর্যায়ে মঙ্গলবার সকালে তাজউদ্দীনের বাড়ীর ভিতর টিউবওয়েলের ময়লাযুক্ত পানির গর্তের ভিতর মায়ের মৃত দেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন চৌগাছা থানা পুলিশকে খবর দেন। চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মায়ের মৃতদেহ উদ্ধার করেন। মৃতদেহ ময়না তদন্ত শেষে সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

নিহতের স্বামী ও মামলার বাদী রবিউল ইসলাম জানান, প্রতিবেশী তাজউদ্দীনের ছেলে বখাটে তামিম হোসেন (২৫) পূর্ব বিবাদের জের ধরে এই হত্যাকান্ড ঘটায়। ঘটনার পর থেকে বখাটে তামিম হোসেন পলাতক ছিলো। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে চৌগাছা শহরের মাছ বাজার থেকে তাকে আটক করেন পুলিশ। এর আগে সকালের দিকে চৌগাছা বাজার জামে মসজিদ এলকায় তাকে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। এ সময় জনতা তাকে ধরে হালকা উত্তমমাধ্যমও দেয়। জনতার হাত থেকে সে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ তাকে মাছ বাজার এলাকা থেকে আটক করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধু হত্যা মামলার প্রধান আসামী তামিম হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ