আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:০৪

ছাত্রলীগকে স্নেহ করেন প্রধানমন্ত্রী: আমির হোসেন আমু

কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশে মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি।

আমির হোসেন আমু বলেন, বাংলাদেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এই সময়ে ছাত্রলীগকে সবসময় পাশে থাকতে হবে। আওয়ামী লীগের উন্নয়নে ব্যাঘাত ঘটাতে একটি চক্র উঠে পড়ে লেগেছে। যারা ১৫ আগস্ট ২১ আগস্টের মতো ঘটনা ঘটিয়েছে তারাই জড়িত এর পিছনে।

ছাত্রলীগকে এর জন্য সর্বদা সচেতন থাকতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনছে সরকার।

প্রধানমন্ত্রী ছাত্রলীগকে স্নেহ করেন উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, সবার ভিতরে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে এক যোগে কাজ করে যেতে হবে দেশের জন্য। ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। পড়ালেখাকে ঠিক রেখে দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে ছাত্রদেরই। তারা জাতির মূল চালিকাশক্তি।

এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, ছাত্রলীগের সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

আরো সংবাদ