আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:৩৪

ছুরিকাঘাতে যুবক আহতের ঘটনায় মামলা।

 মনিরামপুরে ছুরিকাঘাতে যুবককে জখমের ঘটনায় দুই পুলিশসহ তিনজনের বিরুদ্ধে যশোরের একটি আদালতে মামলা হয়েছে। মণিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে শফিকুল ইসলাম রোববার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক পিবিআইকে  (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন) অভিযোগের তদন্ত করার জন্য আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদির আইনজীবী।

গত ১২ জুন শফিকুল ইসলামের ছেলে হাসিবুর রহমানকে একই উপজেলার রতনদিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলেসহ কয়েকজন যুবক মারধরসহ ছুরিকাঘাতে জখম করে। এসময় স্থানীয়রা বার্মিজ ছুরিসহ মুরাদকে আটক করে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আকিুজ্জামান ও (উপপরিদর্শক) এএসআই ইমরান হোসেন ঘটনাস্থলে যান। স্থানীয় জনতা এসময় চাকুসহ আটক মুরাদ হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করে। বাদির অভিযোগ এসআই আশিকুজ্জামান ও এএসআই ইমরান হোসেন মুরাদকে ছেড়ে দেয়।

রোববার মামলার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে এসআই আশিকুজ্জামান অসৌজন্যমূলকভাবে কথা বলেন।

বিষয়টি মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামানকে অবহিত করলে তিনি দুঃখ প্রকাশ করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত