আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৫২

জন্মদিনে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত শাহারুল ইসলাম

নিজেস্ব সংবাদদাতা ।। ৪৭ বছরে পা দিয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম। জন্মদিনে শাহারুল ইসলামকে শুভেচ্ছা জানাতে মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার বাসা, ইউনিয়ন পরিষদ এবং রাজনৈতিক অফিসে লোকে লোকারণ্য হয়ে উঠে।

মঙ্গলবার (০১ জুন) দিনভর বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন বর্ষীয়ান এ রাজনীতিক। পারিবারিকভাবে জন্মদিনের কোন আনুষ্ঠানিকতা না থাকলেও রাজনৈতিক নেতাকর্মী-ভক্ত সমর্থক ভোটারদের উদ্যোগে নানা আয়োজনে দিন কেটেছে তার। দিনভর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সরাসরি, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুঠোফোনে ক্ষুদে বার্তায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

No description available.

জন্মদাতা বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে রাজনৈতিক নেতাকর্মী-ভক্ত সমর্থক ভোটারদের উদ্দেশ্যে শাহারুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্বার মাগফেরাত কামনা করে বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক  মোজাম্মেল হক, এস এম কামালসহ সকল নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

তিনি বলেছেন, ফেইসবুক, মেসেঞ্জার, ইমো, ওয়াটসাপ, সকল সোস্যাল মেডিয়া ও মোবাইল ফোন করে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রথমেই সেই সকল শ্রদ্ধাভাজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার অন্তরের অন্ত:স্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক অভিনন্দনসহ লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি । যারা কাজের ব্যাস্ততা থাকার কারনে শুভেচ্ছা জানাতে পারেন নাই তাদের প্রতিও আন্তরিক ভালবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন এই প্রত্যাশা করছি!

No description available.
যশোর শহরের বকুলতলাস্থ গরীব শাহ্ মাজারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দিনটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের বকুলতলাস্থ গরীব শাহ্ মাজারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মতলেব বাবু, যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, রামনগর আওয়ামীলীগের অন্যতম নেতা মাহমুদ হাসান লাইফ, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির তুহিন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তৌফিক আহমেদ, যশোর জেলা আওয়ামী মৎসজীবী লীগের যুগ্ন-আহবায়ক ফিরোজ কবীর পিকুল, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম হিমু, কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম,ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ সাইফুল ইসলামসহ প্রমুখ। তারা শাহারুল ইসলামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

No description available.
শাহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অগ্রণী ব্যাংক অফিসার সমিতি আঞ্চলিক পরিষদের যশোর জেলা শাখার নেতৃবৃন্দ।

গতকাল বিকেলে শাহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অগ্রণী ব্যাংক অফিসার সমিতি আঞ্চলিক পরিষদের যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক অফিসার সমিতি আঞ্চলিক পরিষদের যশোর জেলা শাখার সহ-সভাপতি সঞ্জয় দাস, যুগ্ম-সম্পাদক, মোঃ ইমামুল হক, মোঃ তৈমুমর হক, সাংগঠনিক সম্পাদক, সুজয় বিশ্বাস।

জন্মদিনে শাহারুল ইসলামকে আরবপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তারেক হাসান দিপুর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় আরবপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নেতা স্বপ্ননীল হাসান অভি, মেহেদী হাসান, মহিদুল, সজিব প্রমুখ।

May be an image of 11 people, including DM Tarek Hassan, people sitting, people standing and indoor
জন্মদিনে আরবপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তারেক হাসান দিপুর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও যশোর সদর উপজেলা ও যশোরসহ দক্ষিনবঙ্গের উল্লেখযোগ্য মসজিদ, মন্দিরে শাহারুল ইসলামের সুস্থতা ও রাজনৈতিক জীবন সাফল্যমন্ডিত হোক এমন প্রত্যাশায় দোয়া, প্রার্থনার আয়োজন করেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী-ভক্ত সমর্থক ভোটারবৃন্দ।

শাহারুল ইসলাম তার রাজনৈতিক জীবনে ১৯৯০ সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহন করেন। তিনি ১৯৯২ সালে আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক, ১৯৯৪ সালে যশোর সদর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক, ২০০২ সালে যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক, ২০০৩ সালে যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ২০০৪ সালে যশোর জেলা তাঁতীলীগের যুগ্মসাধারণ সম্পাদক , ২০১৬ সালে যশোর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।

২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার নির্বাচনে আরবপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামীলীগের মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন।

সর্বশেষ ২০১৯ সালের ১৬ নভেম্বর ত্রিবার্ষিক সম্মেলনে শান্তিপূর্ণ পরিবেশে কাউন্সিলরদের ভোটে যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।

মুজিব আদর্শকে আকড়ে ধরেও বিশ্বমানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সর্ব সময় রাজপথে অংশ গ্রহন করে তৃণমূল সংগঠনকে শক্তিশালী জামাত বি.এন.পির পৈশাচিক রাষ্ট্রপরিচালনার বিরুদ্ধে নেতৃত্ব প্রদান করার কারনে ১৯৯১৯৬ সাল পর্যন্ত এবং ২০০১২০০৬ সাল পর্যন্ত মোট ৪১ বার মিথ্যা হয়রানিমূলক মামলায় কারাবরণ করেন।

এছাড়াও সুবহেসাদীক হতে মধ্যরাত পর্যন্ত সকল পর্যায়ের তৃনমূল নেতা কর্মীদের সুখদুঃখের সাথী হয়ে রাজপথে অবস্থান করেন। এমনকি রাজনৈতিক জীবন শুরুর দিন থেকে আজঅবধি একটি দিনও রাজনীতির রাজপথ থেকে ছুটি নিয়ে অবকাশ যাপন করেননি তিনি।

আরো সংবাদ