আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:১৩

জন্মশতবার্ষিকী উপলক্ষে আরবপুরে চারশতাধিক শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স বিতরণ

স্টাফ রিপোর্টার :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে আজ সোমবার ইউনিয়নটির চেয়ারম্যান শাহারুল ইসলামের পক্ষ থেকে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১ টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন  সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কির্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান।

এতে অন্যান্যের মধ্যে বালিয়া ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ খানজাহান আলী, আরবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ’লীগ সভপতি রুবিনা পারভিন সাধারন সম্পাদক আব্দুর রহিম, যুগ্মসাধারন সম্পাদক  দ্বীনছে আলী সেলিম ওসাংগঠনিক সম্পাদক  জাহিদ হাসান মোল্যা  ১ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিাকাবৃন্দ  উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কির্মকর্তা  বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর হাতে টিফিনবক্স তুলে দেন।

আরো সংবাদ