আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:০৩

জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে পুলিশ লাইন্স স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতারণ

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস, যশোরে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে দুপুর ১২.০০ ঘটিকায় অত্র বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত সভায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র বিদ্যালয়ের সভাপতির পক্ষ হতে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার, (ক্রইম অ্যান্ড অপস্), যশোর।

এসময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্মজীবনী তুলে ধরেন এবং আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ছবি অংকন প্রতিযোগিতায় মাশরুবা বিনতে মফিজ
৭ম শ্রেণী, পুলিশ লাইন্স স্কুল
জাতির পিতার ছবি অংকন করে পুরুস্কৃত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মনোতোষ কুমার নন্দী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর সহ অভিভাবক মন্ডলী, শিক্ষকবৃন্দ ও অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

আরো সংবাদ