আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:২৯

জীবননগররে “একই দিনে চার সিজার”প্রশংশিত ডাক্তার সমাজ।

 

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ডাক্তারদের নানান রকমের মানবিক কাজ থেকে শুরু করে সাধারণ রোগীদের সঠিক মানে চিকিৎসা সেবা প্রদান করায় প্রশংশিত জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সর পুরো ডাক্তার সমাজ।
জানা যায়,জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ডাক্তারদের নিবির তত্বাবধানে রোগীর সঠিক চিকিৎসা সেবা থেকে শুরু করে সিজারিয়ান মায়েদের জন্য নিয়মিত চেক-আপ এবং সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান প্রসব করানো,এবং এপেন্ডিসেকটমি, হার্নিয়া,পাইলস সহ অন্যান্য অপারেশন করা হচ্ছে”।তার ধারাবাহিকতায়২৫-১০-২২ মঙ্গলবারে চার জন প্রসূতি মায়েদের সিজারিয়ান সেকশনের মাধ্যমে অপারেশন করে সন্তান প্রসব করানো হয়েছে।
জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সর সিজারিয়ান অপারেশনে অংশ গ্রহন করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সেলিমা আক্তার,আর এম ও ডাক্তার মোস্তাফিজুর রহমান,এনেস্থেশিওলজিস্ট ডাঃ হুমায়ুন কবির এবং ওটি সিস্টারগন।
অপারেশন সম্পর্কে আর এম ও ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন,”আমরা প্রসুতি মায়েদেরকে নরমাল ডেলিভারিকে উৎসাহিত করি।তবে সিজারের যদি সুনির্দিষ্ট কারন থাকে তাহলে গর্ভবতী মায়েদের হাসপাতালে সিজারিয়ান সেকশনের ব্যবস্থা আছে।হাসপাতালে বহিঃবিভাগের ১০৪ নাম্বার রুমে গর্ভবতী মায়েদের নিয়মিত রুটিন সেবা দেয়া হয়।হাসপাতালে সিজার ছাড়াও,এপেন্ডিসেকটমি, হার্নিয়া,পাইলস সহ অন্যান্য অপারেশন করা হচ্ছে।জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সর ডাক্তারদের মাধ্যমে রোগীদের সঠিক চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছি।

রোগীদের সঠিক স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যাপারে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে উন্নয়নের ফলে জীবননগর উপজেলার সাধারণ রোগী থেকে শুরু করে সিজারিয়ান মায়েদের জন্য সার্বক্ষনিক চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে শেখ হাসিনা সরকার, যার ফলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ডাক্তারদের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য সেবা গ্রহন করতে পারছি আমরা।যার ফল পাচ্ছি আমাদের জীবননগর উপজেলার রোগী সাধারণ। জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সর ডাক্তারেরা রোগীর সেবা থেকে শুরু করে সিজারিয়ান মায়েদের সন্তান প্রসবের ব্যবস্থা করছে, এজন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সকল ডাক্তারদের জীবননগর বাসির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত