আজ - রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:০৭

জীবনের যে ৫ ক্ষেত্রে মুখ বন্ধ রাখা উত্তম

লাইফস্টাইল: ‘খালি কলসি, বাজে বেশী’ কিংবা ‘যত কথা, তত দোষ’ কথা নিয়ে বাংলায় প্রবাদের সংখ্যা কম নয়। কথার ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি বা বেশি কথার কুফলকে ইঙ্গিত করেই মনীষীরা এমন প্রবাদ রচনা করেছেন। আমাদের কর্ম ভালো হলেও, অনেক সময় বেশি কথার কারণে বিড়ম্বনা সইতে হয়। তাই ক্ষেত্র বুঝে এবং পরিমিত কথা বলা আমাদের সকলের জন্য মঙ্গলজনক।

জেনে নিন, জীবনের কোন ক্ষেত্রে মুখ না খোলাই উত্তম:

* কারও মৃত্যুর পরে তাঁর আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে নীরবতা পালন করুন। অবান্তর সান্ত্বনা দেওয়ার চাইতে নীরবতাই এখানে শ্রেয়।

* কোনও আলোচনা যদি মনোগ্রাহী বলে বোধ হয়, তবে সেখানে নীরব হোন। চুপ করে শুনুন। এতে উপকার আপনারই।

* নিজেকে যখন বিভ্রান্ত বলে মনে করছেন, তখন চুপ করে থাকুন। এই সময়ে কথা বলতে গেলে বিড়ম্বনা বাড়বে। জটিলতা আপনাকে ঘিরে ফেলবে।

* বাজে তর্ক, উড়ো ঝগড়া ইত্যাদির সময়ে মুখে কুলুপ আঁটুন। কেন, তা নিশ্চয়ই বলে দিতে হবে না!
* কাজের সময়ে যতটা পারেন কম কথা বলুন। এতে মনঃসংযোগ বাড়বে। আর দিনের শেষে ক্লান্তিবোধও কম হবে

আরো সংবাদ