আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:০৮

জুড়ী থানার তত্তাবধায়নে এবং দক্ষ বিচক্ষনতায় ২৪ ঘন্টায় নিখোঁজ শিশু উদ্ধার।

 

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মাদ্রাসা ছাত্র আরিফ আহমেদ (১৩) গত রবিবার (৬ নভেম্বর ) দুপুর আনুমানিক ২ টার পর গোয়ালবাড়ী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।তার পিতা উক্ত মাদ্রাসার সাবেক শিক্ষক মরহুম হাফিজ এনাম উদ্দিন। সে মরহুম হাফিজ এনাম উদ্দিনের বড় ছেলে।
কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় নিখোঁজ শিশুর চাচা সামছুদ্দিন মাছুম (২৮) জুড়ী থানায় নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। ডায়েরি নং ২৬৪। পুলিশ দ্রুত নিখোঁজ শিশুকে উদ্ধারের জন্য মাঠে নামে। আজ ভোর ৪.৩০ ঘটিকার সময় জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম জুড়ী বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে। আজ সকালে জুড়ি থানার অফিসার ইনচার্জ শিশুটিকে তার প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তর করেন। তথ্যটি নিশ্চিত করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মাদ মোশাররফ হোসেন।

আরো সংবাদ