আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৪৯

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৩টি সফল অভিযানে ১১৫ পিচ ইয়াবা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার গ্রেফতার-০৬

যশোর কোতয়ালী থানাধীন পশ্চিম বারান্দি নাথপাড়া মেসার্স ভাই ভাই মটরসাইকেল সার্ভিসিং সেন্টার এর বিপরীতে রাস্তার পাশে হতে মওদুদুর রহমান মনা অরফে (রুবেল) (৩৫), পিতা- মোহাম্মদ আলী বিশ্বাস, মাতা-মনোয়ারা খাতুন, সাং-খালধার রোড বরফকল, থানা-কোতয়ালী, জেলা-যশোর’কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন যার মূল্য ১৫,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ হামিদুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

অপরদিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন ডাকাতিয়া দক্ষিনপাড়া সাকিনস্থ জনৈক হুমায়ন কবির মাসুদ, পিতা-মোঃ বাবর আলী এর বসতবাড়ী হতে আসামী মোঃ হুমায়ুন কবির মাসুদ(৩৪), পিতা-মোঃ বাবর আলী, মাতা-মৃত মনোয়ারা বেগম, ও মোঃ ফরিদ আহম্মদ(৩৮), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-মোছাঃ কুমারী বেগম, উভয় সাং-ডাকাতিয়া দক্ষিন পাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর দ্বয়কে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন যার মূল্য ১৫,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

অপরদিকে যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট মোড়স্থ জনৈক নাজমুল ইসলামের মালিকানাধীন নাজমুল ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ জাহাঙ্গীর আলম ডাবলু(৪৪), পিতা-মৃত জান মোহাম্মদ অরফে (জানু মাস্টার), মাতা-জরিনা বেগম, সাং-মুড়লী খাঁ পাড়া, এ/পি সাং-সিতারামপুর আসলাম খাঁনের বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর নয়ন শেখ(১৯), পিতা-নবির শেখ, মাতা-রুমা খাতুন, সাং-কমলাপুর, এ/পি-সাং-তুলারামপুর (নানা সাত্তার মোল্লার বাড়ি), থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল। সাগর হোসেন(২৩), পিতা- রিপন হোসেন, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-ঝুমঝুমপুর চান্দের মোড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর দেরকে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন যার মূল্য ১৯,৫০০/- টাকা। এ সংক্রান্তে এএসআই(নিঃ) ইমদাদুল হক বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

আরো সংবাদ