আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১০:১৭

জয়পুরহাটে একতা আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত: উদ্ধারে কাজ শুরু

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনএলাকায় ঢাকাগামী একতা আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার ভোর সোয়া ৫ টার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে এই মুহূর্তে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে সান্তাহার জোনের ট্রাফিক পরিদর্শক হাবিবুর রহমান বাসস’কে জানান, লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধারে ইতোমধ্যে কাজ শুরু করেছে একটি রিলিফ ট্রেন।
জয়পুরহাট স্টেশন মাস্টার হাবিবুর রহমান  জানান, শনিবার সোয়া ৪টার পরে ঢাকা গামী একতা আন্তঃনগর ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে যায়। এরপর আক্কেলপুরের তিলকপুর এলাকায় ট্রেনের একটি বগি লাইনচূত হয়।
রেলওয়ের কর্মকর্তারা জানান, অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনের একটি বগি লাইনচূত হয়েছে। এতে জয়পুরহাটের উভয় পাশে কয়েকটি ট্রেন আটকা পড়েছে। সান্তাহার থেকে আগত একটি রিলিফ ট্রেন লাইনচ্যুত হওয়া বগিটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত