আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩১

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা আতিকুর নিহত

জেলার বানিয়াপাড়া এলাকায় আজ অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (৪০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম  আলমগীর জাহান জানান, নিহত আতিকুর রহমান  জয়পুরহাট সদর উপজেলার বানিয়া পাড়া গ্রামের  মোজাম্মেল হকের ছেলে এবং বম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। মটোর সাইকেলের অপর আরোহী আহত আমিনুল ইসলাম একই গ্রামের মামুন হোসেনের ছেলে। আতিকুর ও আমিনুল বাড়ি থেকে মোটরসাইকেল যোগে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। পথে হারাইল এলাকায় বটতলীগামী ব্যাটারি চালিত অটোরিকশা সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  আতিকুর এবং আমিনুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন।
আমিনুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর  করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত