আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:১১

জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ২

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুরের আলমপুর মোড় এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত রিক্সা ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, নিহতরা হলেন- ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাহাদুল (২৮) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কামার গ্রাম সিদ্দিপুর গ্রামের মদন বৈরাগীর ছেলে শ্যামল বৈরাগী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মোলামগাড়ী-দুপচাঁচিয়া সড়কের ক্ষেতলাল উপজেলার শিবপুর বাজার হতে মধুপুর বাজার যাওয়ার পথে মুরগীবাহী পিক-আপটি রিক্সা ভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো একজন মারা যান বলে জানান ওসি।

 

খানজাহান আলী / শ / জয়পুরহাট

আরো সংবাদ