আজ - বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:১১

ঝিকরগাছায় প্রাইভেটকারসহ ফেনসিডিল জব্দ, আটক ২

ঝিকরগাছায় একটি প্রাইভেটকারে থাকা ৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলা মোড় কবির হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক আরমান আলী (২৩) বেনাপোল ভবেরবেড়ের সাহিদ গাজীর ছেলে ও রমজান আলী (৩০) দিঘিরপাড় এলাকার মৃত সামছুর রহমানের ছেলে।

আটক রমজান জানান, বেনাপোল থেকে তারা ফেনসিডিলের চালানটি যশোরের খাজুরা পার হয়ে একজনের কাছে নিয়ে যাচ্ছিলেন। তবে তার নাম বলতে পারেননি।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলা মোড় থেকে ওই প্রাইভেটকারটি থামানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটক আরমান ও রমজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত