আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:০৫

ঝিনাইগাতীতে শীতার্তরা কম্বল নিতে এসে চাল পেলেন

শেরপুরের ঝিনাইগাতীতে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীত নিবারণের জন্যে কম্বল বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অফ ঝিনাইগাতী’র আয়োজনে আজ বুধবার বেলা ১১টার সময় থানার সামনে ৭০ জন শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় কম্বল নিতে এসে একের ভিতর দুই অঘোষিতভাবে থানা পুলিশের পক্ষ থেকে ওসির উদ্যোগে ৫ কেজি করে চাল পেলেন শীতার্তরা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও গণমাধ্যমকর্মী মো. জাহিদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ, বণিক সমিতির সহসভাপতি আব্দুল মান্নান, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু, সমাজসেবক মো. ছফর উদ্দিন, মিন্টু মিয়া, সমাজকর্মী সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বলও নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি মানবিক বিবেচনায় প্রত্যেককে ৫ কেজি করে চাল দেওয়ার ঘোষণা দেওয়ায় হতদরিদ্র শীতার্তরা খুবই খুশি হন।

আরো সংবাদ