আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৩

ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ১০৪ বোতল ফেন্সিডিলসহ হাফিজুর রহমান  (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া (বিশ্বাস বাড়ি) গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার সময় র‌্যাব-৬ এর একটি দল গোপন সংবাদে জানতে পারে ঝিনাইদহের সদর উপজেলার তেতুলতলা বাজারে কালীগঞ্জ থেকে মোটর সাইকেল যোগে এক ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য চলাচল করবে।

উক্ত সংবাদে র‌্যাব তেতুলতলা বাজারের ঝিনাইদহ টু কালীগঞ্জ সড়কে চেকপোষ্টের বসিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় আসামীর নিকট হতে ১০৪ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ৪টি সিমকার্ড এবং ১টি মোটর সাইকেলসহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত ও মাদক ব্যবসায়ীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।

আরো সংবাদ