আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৪:৪৫

টাকা কামানোর জন্য রাজনীতি করিনা: শামীম ওসমান।

টাকা কামানোর জন্য রাজনীতি করেন না বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেছেন, ‘চিকিৎসা, প্রশাসন বা রাজনীতি— সবাই এখন আওয়ামী লীগ করে। এর কারণে কিছু অবক্ষয় হচ্ছে। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আসল সৈনিকরা পেছনে পড়ে যাচ্ছেন। নারায়ণগঞ্জে জামায়াতের সঙ্গে আঁতাতকারীরা আওয়ামী লীগের মুখপাত্র হওয়ার চেষ্টা করছে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (৩১ আগস্ট) বিকালে শহরের ৩শ’ শয্যার হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জকে নিয়ে আবার খেলা শুরু হয়েছে। দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার একনিষ্ঠ কর্মীর গায়ে হাত দেবে বা কারও টাকায় প্ল্যান করে আওয়ামী লীগকে ধ্বংস করবে, একজন কর্মী হিসেবে তার জবাব দেওয়া আমার দায়িত্ব। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নপূরণসহ শেখ হাসিনার নেতৃত্ব প্রতিষ্ঠা করবো, এটাই আমার চাওয়া।’

আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাবধান করে দিয়ে তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও জনগণকে নিয়ে খেলা খেলবেন না। আমরা শেখ মুজিবের কর্মী। আমরা টাকা কামানোর জন্য রাজনীতি করি না।’

শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে নিয়ে যারা খোঁচাখুঁচি করছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলছি— নারায়ণগঞ্জ সম্পর্কে আপনাদের আইডিয়া নেই; আমি সেটা দেখাতে চাই না। তবে এখন দেখানোর সময় হয়েছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ছিল, আছে এবং আওয়ামী লীগেরই থাকবে। যদি কেউ মনে করেন— চরিত্র হরণ করে, কাউকে নিয়ে খেলে নারায়ণগঞ্জকে দুর্বল করবেন, তাহলে সেটা করতে দেওয়া হবে না।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক এম এ আজিজ ও সাংগঠনিক সম্পাদক ডা. অনূপ কুমার সাহা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত