আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:১৬

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনার এলাকা মাছ ধরার উৎসব

টানা দু’দিনের বৃষ্টিতে ভেসে গেছে খুলনা মহানগরীর বেশিরভাগ পুকুর ও খাল। নদীতে পানি বেড়েছে। নদীর সাথে সংযুক্ত প্রধান প্রধান নিষ্কাশন ড্রেনগুলো পানিতে টইটুম্বুর। নগরীর নালা ও ড্রেনগুলো ভরে গেছে বিভিন্ন মাছে। বড়শি ও জাল ফেললেই মিলছে পুঁটি, পাবদা, তেলাপিয়া, টাঁকি, চিংড়িসহ বিভিন্ন ধরনের মাছ। নগরীর বিভিন্ন স্থানে দেখা গেছে শিশু থেকে মাঝ বয়সী অনেকেই মাছ ধরতে নেমে পড়েছেন। বড়শিতে মাছ ধরা পড়তেই উল্লাসে ফেটে পড়ছেন। খালিশপুর হাউজিং এলাকায় রাস্তার পাশে বড় ড্রেনে গতকাল মঙ্গলবার বিভিন্ন বয়সের ৩০ থেকে ৪০ জন বড়শি ফেলেছেন। মাসুদ নামে খুলনা সরকারি পলিটেকনিক ইনিস্টিটিউটের এক ছাত্র জানান, প্রায় আধা কেজি পুঁটি মাছ ধরেছেন তিনি। বেশ কয়েকটি বড় গলদা চিংড়ি ধরার পর তাই নিয়ে ঘরে ফিরছেন কদমতলা এলাকার সেখ ইউসুফ আলী। তিনি জানান, যা মাছ পেয়েছেন, তাতে আজ দুপুরে পরিবারের ৪ সদস্য নিয়ে ভালোই চলে যাবে।

এদিকে, পানিবদ্ধতায় মাছ ধরার উৎসব সৃষ্টি হলেও নগরীর যানচলাচল ও পথচারীদের খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে। নগরীর খানজাহান আলী সড়ক, পিটিআই মোড়, আহসান আহমেদ রোড, শিপইয়ার্ড রোডসহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম দূরবস্থা দেখা দিয়েছে ওইসব এলাকার মানুষের মাঝে। নগরীর পানিবদ্ধতা নিরসনে এ পর্যন্ত খুলনা সিটি করপোরেশন শত কোটি টাকা খরচ করলেও দৃশ্যত তার কোনো সুফল মিলছে না।

আরো সংবাদ