আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:২২

যশোরে বল মনে করে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে দুই ছাত্র আহত

টেনিস বল মনে করে টেপ খুলতে গিয়েছিল দুই শিশু। কিন্তু আসলে তা ছিল বোমা। বিস্ফোরণে গুরুতর জখম হলো অবুঝ দুটি শিশু।

খেলা করতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমায় দুই শিশু স্কুলছাত্র গুরুতর জখম হয়েছে। সোমবার বিকালে যশোর মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাদে এই দুর্ঘটনা ঘটে। আহত দুই শিশু হলো- শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বায়োজিদের ছেলে সানোয়ার আহমেদ সাম্পান (১১)। সে কালেক্টরেট স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। একই এলাকার মুকুল হোসেনের ছেলে মেহেদি হাসান সানি (১০)। সে এমএনখান প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।

আহত শিশুরা জানায়, সোমবার বিকেলে তারা স্কুলের ছাদে খেলা করতে গিয়ে একটি কৌটা কুড়িয়ে পান। এ সময় তারা কৌটার টেপ খুলে ঝাঁকুনি দিলে সেটির বিস্ফোরণ ঘটে। এতে সাম্পানের হাতে গুরুতর জখম হয়। আর মেহিদীর বুকে স্পিন্টার বিদ্ধ হয়।

যশোর আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন স্বপন জানান, আহতদের মধ্যে সাম্পানের দুই হাত গুরুতর জখম হয়েছে। অন্যজনের বুকে স্পিন্টার লেগেছে।

আরো সংবাদ