আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৫৩

“টেবিল ল্যাম্প” মার্কা বিজয়ী হলে ৪ নং ওয়ার্ড আলোকিত হবে: জাহিদ হোসেন মিলন

এম আহম্মেদ (যশোর থেকে) : আসন্ন ৩১ মার্চ যশোর পৌরসভা নির্বাচন-২০২১ এ ০৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহিদ হোসেন মিলন বলেছেন, যশোর পৌরসভার ০৪ নং ওয়ার্ড একটি ভি.আই.পি ওয়ার্ড।

আজ ২১ মার্চ বিকেলে শহরের মানিকতলা এলাকায় আয়োজিত নির্বাচনী সভায় তিনি বলেন, ওয়ার্ডে যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, মাদক নিরসনে পদক্ষেপ গ্রহণ, মশক নিধন, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য ও শারীরিক বিকাশে সুযোগ বৃদ্ধি, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, সুপেয় পানি, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সহ একটি আলোকিত ওয়ার্ড গঠন করতেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি।

ছবি: নির্বাচনী সভায় অংশগ্রহণকারী ভোটার-সমার্থকদের একাংশ

তিনি আরও বলেন, এ এলাকায় গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যাক্তির বসবাস। আমি নিজেও এ এলাকায় বড় বেড়ে উঠেছি। কাজেই এ এলাকা আমার এলাকা। এ এলাকার প্রতিটি অলি-গলি আমার ভালো করে চেনা-জানা। পাশাপাশি এ এলাকার প্রতিটি সংকটও আমার চোখে দৃশ্যমান। এ ওয়ার্ডটি গুরুত্বপূর্ণ হলেও এখানের অধিবাসীরা অনেক ক্ষেত্রে তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত। বিভিন্ন ক্ষেত্রে তাদের জনদুর্ভোগ-দুর্দশা আমাকে ভাবিয়ে তুলেছে। এজন্য আমি এ ওয়ার্ডকে আধুনিক প্রযুক্তিনির্ভর পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে নির্বাচনে অংশ নিয়েছি। আমার নির্বাচনী মার্কা “টেবিল ল্যাম্প”। জনগণের ভোটে “টেবিল ল্যাম্প” মার্কায় বিজয়ী হতে পারলে সকল ইশতেহার বাস্তবায়ন করে আমি ওয়ার্ডের সেবক হতে চাই।

০৪ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ শাহিনুর রহমানের সঞ্চালনায় এ নির্বাচনি সভায় সভাপতিত্ব করেন মানিকতলা জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুল কাদের।

ছবি: নির্বাচনি সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, মানিকতলা জামে মসজিদের সভাপতি কাজী আবু তালেব, যশোর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, এম এম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা আওয়ামীলীগ নেতৃ ঝিলমতি বেগম, ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ শফিউল হাসান প্রমুখ।

নির্বাচনি সভার বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন আজকের সভার সভাপতি মানিকতলা জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুল কাদের।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত