আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১:৫৮

ট্রেনে পাওয়া শিশুটির স্বজনের সন্ধান চাই পুলিশ

খান জাহান আলী ডেস্ক : স্বজনদের খুঁজছে পুলিশ – চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে হারিয়ে যাওয়া নাহিদা (৩) নামে এক শিশুকে উদ্ধার করার পর তার স্বজনদের খুঁজছে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোশাররফ হোসেন বলেন, সোমবার সকাল ৭ টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ‘জ’ বগিতে কান্নারত ওই শিশুটিকে পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার টিজি পার্টির অফিসার এটিএসআই খন্দকার রকিবুর রহমান আমাকে তাৎক্ষণিকভাবে জানায়। পরে আমি ট্রেনে মেয়েটির অভিভাবককে খোঁজার পরামর্শ দিলে সে ট্রেনে কর্মরতসহ সকল যাত্রীদের বিষয়টি জানায়৷ কিন্তু মেয়েটির কোন অভিভাবক না পাওয়ায় তাকে ময়মনসিংহ রেলওয়ে থানায় আনা হয়।

ধারণা করা হচ্ছে, ভৈরবের আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে শিশুটির বাবা-মা নেমে গেলেও সে হয়তো নামতে পারেনি।

মোশাররফ হোসেন আরও বলেন, ছোট্ট এই শিশু মেয়েটি এখন পরম মমতায় ময়মনসিংহ রেলওয়ে থানা হেফাজতে রয়েছে। যেহেতু সে তার বাবা-মার নাম কিংবা ঠিকানা বলতে পারছে না, তাই শিশুটি এখানেই থাকবে। কেউ যদি তার বাবা-মার ঠিকানা ও পরিচয় কেউ জানাতে পারেন তাহলে ময়মনসিংহ রেলওয়ে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত