আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:১৩

টয়লেট টিস্যুর জামা পরে বিপাকে গায়িকা-নায়িকা!

কত রকমের শখই তো থাকতে পারে মানুষের মনে। আর যদি সেই মানুষটি হন সেলিব্রেটি, তাহলে তো আর কোনো কথাই নেই। ঘটনা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। যেকোনো পোশাকেই তিনি মঞ্চে উঠে যেতে পারেন, এ প্রমাণ আগেও কয়েকবার দিয়েছেন প্যারিস হিলটন। নিজের বাড়ির পেছনের উঠানে আরেকবার সেটিই দেখিয়ে দিলেন এই অভিনেত্রী, গায়িকা ও ডিস্ক জকি। গত শনিবার ছিল প্যারিস হিলটনের ব্রাইডাল শাওয়ার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বাড়ির পেছনের উঠানে নিকটজনকে নিয়ে একটা পার্টির আয়োজন করেন তিনি।

জায়গাটিকে সাজান অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থিমে। আর সেই অনুষ্ঠানেই মজা করে তিনি আর তার ভাইয়ের বউ টেসলা পরেছিলেন টয়লেট পেপার দিয়ে বানানো বিয়ের পোশাক। পাঁচ মিনিটের মধ্যে তাদের পেঁচিয়ে ফেলা হয় টয়লেট পেপার দিয়ে। টয়লেট পেপার অবশ্য বেশিক্ষণ গায়ে রাখতে পারেননি তারা।

প্যারিসের কুকুরগুলো কিছুক্ষণের মধ্যে তা চিবিয়ে সাবাড় করে ফেলে। এদিন তার মূল পোশাক ছিল গত শতকের ৮০–এর দশকের হাতাকাটা লম্বা ওয়েডিং গাউন। মাথায় সাদা ব্যান্ড। পায়ে ছিল পাম শু, চোখে হার্ট আকৃতির চশমা। টেসলার জামাটা ছিল মেঝে পর্যন্ত লম্বা।

আরো সংবাদ