আজ - মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:৫১

ডিবি পুলিশের অভিযানে চাকু সহ ২ যুবক আটক।

যশোরে ডিবির অভিযানে দুই চাকুবাজকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, চাঁচড়া রায়পাড়ার সিরাজের ছেলে হাসান এবং এলাকার ছেলে হবির ছেলে মোহাম্মদ গাজী। বৃহস্পতিবার বিকেলে শহরের রায়পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঞা জানান, আসামিদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তারা ছিনতাই ও চুরির সাথে জড়িত। এছাড়া একটি হত্যা চেষ্টা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো। সেই প্রেক্ষিত তাদেরকে আটক করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ