আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:২৩

ডিবি পুলিশ পরিচয়ে যশোরে ব্যবসায়ীর ২০ লাখ ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা

ডিবি পুলিশ পরিচয়ে ফরিদপুরের এক ব্যবসায়ীর ২০ লাখ ছিনতাই ঘটনায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত চুন্নু মির্জা ওরফে শামসুল হকের ছেলে মির্জা রাসেল (৩২) ও নড়াইলের কালিয়া উপজেলার ভাদাইল গ্রামের জালাল সরদারের ছেলে ইসরাফিল হোসেন (৩৮)।
মামলায় উল্লেখ করা হয়েছে, বাদী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মৃত সিরাজুল হক মির্জার ছেলে মির্জা আরিফ (৪৯) একজন মটর পার্টস ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যশোর থেকে মালামাল ক্রয় করেন। তিনি যশোর থেকে মটরপার্টস কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি বিক্রি করে থাকেন। গত ১৪ অক্টোবর তিনি মালামাল কেনার জন্য ফরিদপুর থেকে যশোরে আসেন। মণিহার এলাকা থেকে কেন্দ্রীয় বাসটার্মিনালে যাওয়ার জন্য ইজিবাইকে ওঠেন। কিন্তু নাজির শংকরপুরের আইটি পার্কের সামনে পৌঁছালে আসামি ইসরাফিলের নেতৃত্বে ডিবি পুলিশ পরিচয়ে তার গতিরোধ করেন। এ সময় তাকে ইজিবাইক থেকে নামিয়ে জোরপূর্বক নম্বরবিহীন একটি প্রাইভেটকারে তোলা হয়। সেখানে আসামিদের আরও দুটি মোটরসাইকেল ছিল। এরপর আসামিরা তাকে বিভিন্ন স্থানে নিয়ে ৩-৪ ঘন্টা ধরে ঘুরে বেড়ায়। এরই মধ্যে আসামিরা তার কাছে থাকা মটরপার্টস ক্রয়ের ২০ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। পরে ঝুমঝুমপুর ময়লাখানার সামনে গিয়ে তাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেন আসামিরা। এরপর তারা গাড়ি নিয়ে নড়াইলের দিকে চলে যান। ওই ঘটনার পর তিনি আইটি পার্ক এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে উল্লিখিত দু’জন আসামিকে শনাক্ত ও তাদের পরিচয় উদ্ধার করেন। এরপর আদালতে মামলা করা হলে বিচারক পিবিআইকে তদন্তের আদেশ দেন।

আরো সংবাদ