আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৯:৫০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। আজও সারাদেশে মারা গেছেন ছয় জন। এর মধ্যে রাজধানীতেই মারা গেছেন তিনজন।

এদের মধ্যে ঢাকায় দুই নারী ও এক পুরুষ, রংপুর ও চাঁদপুরে একজন করে শিশু এবং দিনাজপুরে এক কিশোর ও মানিকগঞ্জে এক যুবক রয়েছে। স্বামী-সন্তান নিয়ে ইটালি থেকে দেশে বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান প্রবাসী হাফসা লিপি (৩৪)।হাসপাতালের পরিচালক জানান, ওই নারী চার দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মনোয়ারা বেগম (৭২) নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধা মারা গেছেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের আহমেদপুর। তিনি তার ছেলেসহ পরিবারের সঙ্গে মিরপুরে থাকতেন।ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ৩ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন মনোয়ারা। পরে মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।এছাড়া ডেঙ্গু জ্বরে আমজাদ মণ্ডল (৫২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে তাকে ভর্তি করা হলে মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয় বলে জানান মো. নাসির উদ্দিন। আমজাদের বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার তেতুয়াধারা গ্রামে।
দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিউল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে  তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ডা. আবু মোহাম্মদ খয়রুল ইসলাম জানিয়েছেন।রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে।হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সাহেদুজ্জামান রিবেল বিষয়টি নিশ্চিত করেন।মঙ্গলবার ভোরে ঢাকার ধানমণ্ডির বেসরকারি একটি হাসপাতালে  মদিনা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় অক্সফোর্ড কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ