আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪৩

ডেঙ্গু নিয়ে প্রশ্ন, সাংবাদিককে তেড়ে আসলেন ক্ষুব্ধ কাউন্সিলররা

ওয়ালিউল হাসনাত : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিকের দিকে তেড়ে আসলেন ক্ষুব্ধ কাউন্সিলররা। উদ্ভুত পরিস্থিতিতে মেয়র সাঈদ খোকন ধমক দিয়ে থামান কাউন্সিলরদের। রবিবার দুপুরে, ডিএসসিসির নগর ভবনে মেয়র হানিফ মিলনায়তনে এই হট্টগোল চলে বেশ কিছুক্ষণ।

২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘কাউন্সিলরদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই বছর আগে পরিচ্ছন্নতাকর্মী ও মশকনিধন কর্মীদেরকে নিয়ন্ত্রণের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু, নগরবাসীর অভিযোগ, এ দায়িত্ব কাউন্সিলররা ঠিকমত পালন করেন না। মেয়র প্রশ্নের উত্তর দেয়ার আগেই ক্ষুব্ধ হয়ে ওঠেন কয়েকজন কাউন্সিলর। তাদের সঙ্গে যুক্ত হন আরও বেশ কয়েকজন।

পরিস্থিতি উত্তপ্ত হলে মেয়র মোহাম্মদ সাইদ খোকন কাউন্সিলরদের ওপর রাগান্বিত হন। ধমক দিয়ে তাদের শান্ত করেন মেয়র। এর আগে, একজন নির্বাহী প্রকৌশলীকে দায়িত্বে অবহেলার জন্য শোকজ করেন মেয়র।

২০১৯-২০ অর্থবছরে মশা মারার ওষুধ এবং সার্বিক ব্যবস্থাপনায় বাজেট দ্বিগুণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ খাতে, গত বছরের তুলনায় ১৭ কোটি বেশি বরাদ্দ দিয়ে মোট ৩৬৩১ কোটি টাকার বাজেট ঘোষণা করেন মেয়র সাঈদ খোকন।

আরো সংবাদ