আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:২২

ঢাকার সড়কে প্রাণ ঝরলো দুই জনের

রাজধানী ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এর মধ্যে খিলগাঁও তালতলায় নার্গিস আক্তার (২৫) নামে এক নারী ও হাজারীবাগ বেড়িবাধে অজ্ঞাত পরিচয়ের (৪২) এক ব্যক্তি গাড়িচাপাায় প্রাণ হারান।আজ বৃহস্পতিবার ভোরে ও বুধবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সকাল সাতটার দিকে তিনজন পথশিশু এক নারীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুরা জানিয়েছে, ওই নারী খিলগাঁও তালতলা মার্কেটের সামনের রাস্তায় গাড়ির ধাক্কায় আহত হয়ে পড়েছিলেন। স্থানীয় পুলিশ তাদেরকে দিয়ে ওই নারীকে হাসপাতালে পাঠিয়ে দেয়। তিনি ভবঘুরে ছিলেন বলে জানা গেছে।

হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, গত রাত পৌনে ৩টার দিকে হাজারীবাগ বেড়িবাধ বউবাজারে অজানা গাড়িচাপায় এক ব্যক্তি আহত হয়ে পড়েছিলন। পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় জানা যায়নি। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ